img

ফল আমদানির ক্ষেত্রে ট্রাকের চাকা অনুযায়ী শুল্কায়ন প্রথা চালু থাকায় দীর্ঘ ১১ বছর বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আপেল ফল আমদানি শুরু হয়েছে।

এদিকে দীর্ঘদিন পর বন্দর দিয়ে ফল আমদানি শুরু হওয়ায় বন্দরে কর্মরত শ্রমিক ও সিআ্যন্ডএফ এজেন্টদের মধ্যে কর্মচাঞ্চ্যলতা ফিরতে শুরু করেছে।

রোববার (৯ নভেম্বর) দুপুর আড়াইটায় ভারত থেকে আমদানিকৃত আপেলবোঝাই ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে দীর্ঘদিন বন্ধের পর পুনরায় ফল আমদানি শুরু হয়েছে।

চট্টগ্রামের খাজা আজমির ট্রেডিং নামের আমদানিকারক প্রতিষ্ঠান ২৫ টন আপেল আমদানি করেছেন; যা ভারতের মালদার ভাই ভাই এন্ট্রারপ্রাইজ নামের রপ্তানিকারক প্রতিষ্ঠান রপ্তানি করেছেন। বন্দরে আমদানিকৃত আপেল খালাসের জন্য কাস্টমসে বিল অব এন্ট্রি সাবমিট থেকে শুরু করে পণ্যের পরীক্ষণ শুল্কায়ন কার্যক্রম চালানোর জন্য আমদানিকারক মনোনীত সিআ্যন্ডএফ যেসব প্রক্রিয়া রয়েছে সেগুলো সম্পূর্ণ করতে প্রস্তুতি গ্রহণ করেছে। 

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী সংগনিরোধ কর্মকর্তা বলেন, দীর্ঘদিন পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে এক ট্রাক ফল আমদানি হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো আমদানিকারক এই আপেল খালাসের জন্য সার্টিফিকেট গ্রহণের সপক্ষে আমাদের নিকট আবেদন করেনি। যদি তারা আবেদন করে তাহলে পণ্য পরীক্ষা করে দ্রুত সার্টিফিকেট প্রদান করা হবে। এরপরে তারা কাস্টমসের প্রক্রিয়া সম্পূর্ণ বন্দর থেকে খালাস নিতে পারবেন।

এই বিভাগের আরও খবর